মৎস্য আইন মেনে চলুন, মাছের উৎপাদন বৃদ্ধি করুন।--------------মোঃ মাহবুবুর রহমান, ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা, বেনাপোল স্থলবন্দর, শার্শা, যশোর।

১ নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত দেশের সর্বত্র জাটকা ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, বিনিময় ও ক্রয় বিক্রয় এবং অবৈধজালের ব্যবহার দন্ডনীয় অপরাধ

Wellcome to National Portal
Main Comtent Skiped

List of Services

সেবার তালিকা:

(১) স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমান বন্দরের মাধ্যমে আমদানিতব্য জীবন্ত মাছে ক্ষতিকর ও সংক্রামক রোগ জীবণু, পোকামাকড় বা কোন পরজীবী আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করণ এবং এরূপ কিছু পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা।


(২) বহিঃ বাংলাদেশ থেকে আমদানিকৃত বিভিন্ন প্রকার জীবন্ত মৎস্য যেমন: চিংড়ি পোনা, ব্রুড মাছ উৎপাদনের জন্য বিভিন্ন মাছের রেণু ও পোনা ইত্যাদির স্বাস্থ্যগত মান যাচাইকরণ এবং বাংলাদেশের জলজ পরিবেশের উপর কোন প্রভাব ফেলবে কিনা , মনুষ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা, তার কারিগরি দিক যাচাই বাছাই করণ।


(৩)  জেলা মৎস্য কর্মকর্তার নিকট আমদানিকৃত বিভিন্ন প্রকার জীবন্ত মৎস্য যেমন: চিংড়ি পোনা, ব্রুড মাছ ইত্যাদি সম্পর্কিত তথ্যাদি ও গৃহীত ট্রেজারি চালান/পে-অর্ডার এর বিবরণী প্রেরণ করা।


(৪) বন্দরে অবস্থিত বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় সাধন করে কাজ করা।

(৫) উর্ধ্বতন কর্তৃপক্ষ কতৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।